ক্রঃ | সেবা সমূহ | সেবা প্রদানকারী |
০১ | শিশুদের জন্য ২ থেকে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষনের বিষয় সংগীত,নৃত্য ও চিত্রাংকণ। | প্রশিক্ষণ বিভাগ লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার |
০২ | সকল শ্রেণীর শিশুদের বর্ণিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে। প্রতিবছরের জানুয়ারী মাস হতে ভর্তি কার্যক্রম শুরু করা হয়। | ঐ |
০৩ | দুস্থ শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ রয়েছে। |
|
০৪ | কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয় দিবস পালন করা হয়। যেমনঃ মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রভৃতি। এসব দিবসের আয়োজিত অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করতে পারে। | প্রশাসন বিভাগ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা |
০৫ | এছাড়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, শিশু আনন্দ মেলা, শিশু নাট্য প্রতিযোগিতা, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশুদের মৌসুমী প্রতিযোগিতা, আন্তজেলা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম ইত্যাদি। এ সকল অনুষ্ঠানে শিশুরা অংশ গ্রহন করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। | ঐ |
০৬ | এ কার্যালয়ে শিশুদের জন্য একটি গ্রন্থগার রয়েছে এ গ্রন্থগারে সকল শ্রেণীর শিশুরা অফিস চলাকালীন বই পড়ার সুযোগ পায়। | লাইব্রেরী বিভাগ লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কীপার |
০৭ | গ্রন্থগার ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। | ঐ |
০৮ | শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক কাযর্ক্রম রয়েছে। এখানে প্রতিবছর ৩০+৩০=৬০ জন শিশু শিক্ষা গ্রহন করতে পারে। | ঐ |
০৯ | জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকণ প্রতিযোগিতায় শিশুদের অংশ গ্রহনের ক্ষেত্রে সহোযোগিতা প্রদান করা হয়। | ঐ |
১০ | ন্যশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স(এনসিটি এফ)এর কার্যক্রম পরিচালনা করা। | প্রশাসন বিভাগ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা |
১১ | এছাড়াও জেলা প্রশাসক নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করা হয়। | ঐ |